মোঃ কামরুল ইসলাম, (সিরাজগঞ্জ প্রতিনিধি)
অদ্য রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার সময় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল ফরমাইছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজা নামাজ অদ্য বাদ আছর ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে ও রহমতগঞ্জ কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে।
উক্ত জানাজা নামাজে মরহুমের আত্মীয় স্বজন,বন্ধু, বান্ধব, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্য ও সিরাজগঞ্জে কর্মরত সকল গণমাধ্যম কর্মীসহ সর্বস্তরের মুসলমান ভাইদের শরীক হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।
এদিকে মরহুমের মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না সহ কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তাবৃন্দ গভীর শোক এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।