
মোঃ কামরুল ইসলাম, (সিরাজগঞ্জ প্রতিনিধি)
সিরাজগঞ্জ জেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা ও উপজেলা জামায়াতের নেতাকর্মীরা জেলার বিভিন্ন উপজেলায় পুজো মণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
গতকাল (২৯ সেপ্টেম্বর) রাতে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বিশেষ করে কালিবাড়ী, মুজিব সড়ক, ভাষানি রোড, মাড়োয়ারী পট্টি, বানিয়া পট্টির পূজো মন্ডপ পরিদর্শন করেন
অধ্যাপক জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ ২আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, ও সদর উপজেলা সেক্রেটারি, মিজানুর রহমান, শহরের সহঃ সেক্রেটারি হাফিজুর রহমান সহ , শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ছাত্রশিবিরের সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সদর থানার যুব জামায়াতের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ শিয়ালকোল ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন।
অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন আমরা পূর্বেও বলেছি এখনো বলছি বাংলাদেশে কোন সংখ্যা লঘু নেই, এই দেশে যারা বসবাস করছি আমরা সবাই বাংলাদেশী । আমরা কোন অবস্থাতেই কোন প্রকার বৈষম্য হতে দেব না । হিন্দু সম্প্রদায় কে নিয়ে যদি কেউ আবার হিন রাজনীতি করতে চায় তাদের কে সমুচিত জবাব দেয়া হবে ইনশাল্লাহ। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের কোন লোক জন আপনাদের সম্পদ জান মালের কোন অনিষ্ট করেনি । কেউ প্রমাণ দিতে পারবেনা। যারা ৫৪ বছর ক্ষমতায় ছিল তাঁরাই আপনাদের বাড়ী , ব্যবসা, জমি দখল করেছে। আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ।
এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। এসময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এনায়েতপুরের খামারগ্রামের ৮ টি দুর্গাপূ