1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কমলগঞ্জে সমাজসেবা ফোরাম-চিতলীয়ার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সমাজসেবা ফোরাম চিতলিয়া কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ২ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) উপজেলার আলিনগর ইউনিয়নের চিতলীয়া আমতলা বাজারে সমাজসেবা ফোরাম চিতলিয়া‘র অফিস কক্ষে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী চলা এই সেবামূলক কর্মসূচিতে দুইজন মানবিক এমবিবিএস ডাক্তার চিকিৎসাসেবা প্রদান করেন।

ছবি: রোগি দেখছেন ডাঃ শেখ মোঃ আব্দুল মোহাইমিন (মান্না)

এই ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদান করেন, মানবিক ডাঃ এস কে নাহিদ (এমবিবিএস, পিজিটি, ডিওএইচ ইবনে সিনা হাসপাতাল (এমওএক্স) জেনারেল ফিজিশিয়ান, আবুধাবি (দুবাই) চর্ম, এলার্জি, নাক, কান, গলা, ডায়াবেটিস ও শিশু চিকিৎসক এবং এ এলাকার কৃতি সন্তান ডাঃ শেখ মোঃ আব্দুল মোহাইমিন (মান্না) (এমবিবিএস, (এফএমসি), এফ সি পি এস, মেডিসিন এফ.পি) মেডিকেল অফিসার, এম এ জি ওসমানী মেডিকেল হসপিটাল, সিলেট।

ছবি: সমাজসেবা ফোরাম এর পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান।

আয়োজনের শুরুতে দুই চিকিৎসককে সমাজসেবা ফোরামের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন সমাজসেবা ফোরামের সভাপতি সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আমির উদ্দিন এবং প্রচার ও মিডিয়া সম্পাদক আলী আহমদ।

ছবি : রোগি দেখছেন মানবিক ডাক্তার এসকে নাহিদ

ফ্রি মেডিকেলক্যাম্পে নারী, শিশু ও বয়স্কদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সবার জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করা হয়।

সমাজসেবা ফোরামের কার্যকরি পরিষদের সভাপতি সাহেদ আহমদ বলেন, সমাজসেবা ফোরামের ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েকটি বিভাগে ভাগ করে সংগঠনের সক্রিয় সদস্যদের কে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের দায়িত্ব স্বতঃস্ফূর্তভাবে পালন করেছেন। সমাজসেবা ফোরাম বেশকিছু সামাজিক কার্যক্রমের সাথে অংশগ্রহণ করেছে এসব বাস্তবায়নে সবাই সহযোগিতা করেছেন। আরো বলেন ভবিষ্যতেও এরকম ফ্রি মেডিকেল ক্যাম্পিং এবং ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং এর আয়োজন, সমাজে অসহায় পিছিয়ে পড়া দরিদ্র মানুষের পাশে থাকবে সমাজসেবা ফোরাম।

ছবি: ডায়াবেটিস চেকাপ, ওজন ও ব্লাড প্রেসার নির্ণয় করছেন ফার্মাসিস্ট মিজানুর রহমান এবং আলী আহমদ।

চিতলীয়া প্রবাসী ঐক্য পরিষদের অন্যতম সদস্য মোঃ নজরুল ইসলাম বলেন, আজকের ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের জন্য চিতলীয়া সমাজ সেবা ফোরাম-কে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে মানবতার একটি অনন্য দৃষ্টান্ত। তাদের এ ধরণের সমাজকল্যাণমূলক কাজ চিতলীয়ার উন্নয়ন ও মানবিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ করবে।

ছবি : একান্ত আলোচনা করছেন, সমাজসেবা ফোরামের সভাপতি সাহেদ আহমদ, মানবিক ডাক্তার এস কে নাহিদ এবং ডাক্তার শেখ মোঃ আব্দুল মুহাইমিন মান্না।

সমাজসেবা ফোরামের কোষাধ্যক্ষ মোঃ আমির উদ্দিন বলেন, এই মহতী সেবায় উক্ত সংগঠনের সামান্য কর্মী হয়ে নিজেকে ভাগ্যবান মনে করেছেন। সমাজসেবা ফোরামের লক্ষ্য উদ্দেশ্য ছিল মানব কল্যাণে কাজ করার‌। আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন দেখে সত্যিই অনেক ভালো লেগেছে। মনে হচ্ছে এর মাধ্যমে অসহায় দরিদ্র মানুষের অনেকটা উপকার হবে। একই সাথে ধন্যবাদ জানান, সংগঠনের সকল দায়িত্বশীল ভাইদের যাদের অক্লান্ত পরিশ্রম এর মাধ্যমে এত বিশাল জনসমাগমের পরেও অত্যন্ত শান্তিপূর্ণভাবে ক্যাম্পেইন টা বাস্তবায়ন করার জন্য।

একটি জনহিতকর কার্যক্রম, এখানে বিশেষজ্ঞ ২ জন ডাক্তারদের মাধ্যমে অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়।  সমাজ সেবা ফোরামের এই ক্যাম্পের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়।

সমাজসেবা ফোরামের নির্বাহী পরিষদের সভাপতি মোঃ সাইফুর রহমান বলেন, আজকের ফ্রি চিকিৎসা সেবা কর্মসূচি সম্পন্ন হয়েছে। সাম্মানিত ডাক্তারদের আন্তরিকতা এবং ফোরামের সদস্যদের অক্লান্ত পরিশ্রমকে আমরা নির্বাহী পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি যদি কোন রোগী কিংবা জনসাধারণ আমাদের কারো মাধ্যমে কোনপ্রকার সেবা নিতে কষ্ট পেয়ে থাকেন এর জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট