মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের জেলা কমিটি পুনঃগঠন করা হয় ।
শিক্ষা-প্রশিক্ষণের সর্বস্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার দাবীতে জাতীয় প্রেস ক্লাবে আগামী ১১ অক্টোবর শনিবার জাতীয় গোল টেবিল বৈঠক সফল করার লক্ষে ইসলামিক স্টাডিজ ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যাগে (৫ অক্টোবর-২০২৫ খ্রিঃ) সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের মওলানা ভাসানী ডিগ্রী কলেজে’র হলরুমে এক প্রস্তুতি সভা ও ফোরামের জেলা কমিটি পুনঃ গঠন করা হয়।
ট্রঅ
সিরাজগঞ্জ সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ হাবিবুল্লাহ সিদ্দিকী’র সভাপতিত্বে এবং মাওলানা ভাসানী কলেজের সহকারী অধ্যাপক ড. খ ম আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মঈন উদ্দীন, ফুলজোড় ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আকমল হোসেন, বেলকুচি সরকারি কলেজের প্রভাষক মোঃ আবু তাহের, জিন্দানী কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সালাম, পুলিশ লাইন্স কলেজের অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন, রাজমান ডিগ্রী কলেজের হাবিবুল বাশার, কামারখন্দ মহিলা কলেজের ড. মোহাম্মদ আব্দুস সবুর, তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের ড.মোঃ জহুরুল ইসলাম, শহীদুল বুলবুল কলেজের মোঃ শাহীন রেজা, জামতৈল হাজী কোরব আলী সরকারি কলেজের প্রভাষক মোঃ মাহবুবুর রহমান, দৌলতপুর ডিগ্রী কলেজের মোঃ শাহাজান আলী ও করতোয়া কলেজের প্রভাষক হোসনে আরা প্রমূখ।
বক্তারা বলেন, দেশের ৯৫% মানুষের ধর্ম ইসলাম হওয়া সত্ত্বেও শিক্ষা ও প্রশিক্ষণ কারিকুলামে ইসলাম ও নৈতিক শিক্ষা ক্রমশঃ অবহেলিত ও সংকুচিত হচ্ছে,ফলে সমাজে নৈতিক অবক্ষয় ও দুর্নীতি বৃ�