মোঃ কামরুল ইসলাম রায়গঞ্জ, (সিরাজগঞ্জ) প্রতিনিধি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তা প্রায় প্রায় পাঁচ বছর সংস্কার হিন , ভোগান্তিতে রোগীরা ও তার স্বজনরা ।
সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলা ১৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের সামনের রাস্তা টি প্রায় ৫ বছর ধরে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থার সৃষ্টি। সর্বদাই শতশত রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন । কিন্তু এই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তা টি এতোটাই খানা খন্দক ও গর্ত যে এই রাস্তা দিয়ে প্রতিদিন শতশত মানুষ চলাচল করে, ভ্যান, মোটরসাইকেল, ট্রাক,পিকাপ ভ্যান সহ অন্যান্য যানবাহন চলাচল করে। বৃষ্টি হলে বোঝার উপায় নেই কোথায় গর্ত আর কোথায় সমতল। প্রতিনিয়ত এ্যম্বুলেন্স সহ অন্যান্য গাড়ীর চাকা গর্তে আটকে যেয়ে অকেজো হয়ে পড়ে থাকতে দেখা যায়। গাড়ীর ঝাঁকুনিতে রোগীররা আরো সংকট ময় পরিস্থিতির শিকার হন। রোগীর সাথে যারা আসেন তারাও প্রতিদিন কষ্টের সম্মুখীন হন। এই রাস্তায় প্রতিদিন কেউ না কেউ দূর্ঘটনার কবলে পড়ছেন এবং আহত হচ্ছেন ।
গতকাল রবিবার এলাকা ঘুরে দেখা গেছে রায়গঞ্জ বাজারের আসে পাশে দোকান দার, ভ্যান চালক, সচেতন ব্যক্তি দের থেকে যা জানা যায়। গ্রামের মুরুব্বি ইসমাইল হোসেন বলেন
আমি এই গ্রামের একজন মানুষ দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় আমাদের প্রতিদিন বেহাল অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। দোকানদার সুমন বলেন আমাদের এই দূর্ভোগ কবে শেষ হবে কে জানে। হাসপাতালের রোগীদের অবস্থা দেখলে আমাদের ও কষ্ট লাগে। আমার দুই টা বাচ্চা আছে
তাদের স্কুলে যেতে হয় । রাস্তার এই অবস্থা দেখে বাচ্চারা ক্লাশে যেতে চায় না। একটু বৃষ্টি হলেই তলিয়ে যায়। চলাচল ঝুঁকি পূর্ণ হয়ে পড়েছে। ভ্যান চালক নজরুল ইসলাম বলেন আ�