1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন দিনব্যাপী আয়োজন কাল সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্য বাদবিরোধী সেমিনার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার মো: কাওসার উদ্দিন


২৮/১০/২০২৫ ইং
আগামী দিন ২৯ অক্টোবর, লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন, এদেশের সকল প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী সংগঠন, মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্বর অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, সাম্যবাদী সমাজ নির্মাণের লক্ষ্যে সংগ্রাম অব্যাহত রাখা বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী অতিক্রম করতে যাচ্ছে সংগ্রাম, সৃজন ও মানবমুক্তির ৫৭ বছর। এ ক্ষণটিকে উদযাপনের লক্ষ্যে দেশব্যাপী তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে উদীচী কেন্দ্রীয় সংসদ। এবারের শ্লোগান নির্ধারণ করা হয়েছে– “ঘোর আঁধারে পথ দেখাবে আগুনের নিশান”।

তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন, অর্থাৎ ২৯ অক্টোবর উদীচী কেন্দ্রীয় সংসদ আয়োজন করেছে সেমিনার। আগামীকাল ২৯ অক্টোবর বুধবার বিকাল ৫টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ সেমিনার। বিষয় নির্ধারণ করা হয়েছে “সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ে উদীচী”। এ সেমিনারে উপস্থিত থাকবেন সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইয়ে সক্রিয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়াও, উপস্থিত থাকবেন উদীচী কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা মহানগর সংসদ ও বিভিন্ন শাখা সংসদের শিল্পী-কর্মীরা।

তিন দিনব্যাপী আয়োজনের সমাপনী হবে আগামী ৩১ অক্টোবর। সেদিন বিকাল ৪টায় উদীচী কেন্দ্রীয় সংসদের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত হবে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানমালা এবং মিলনমেলা। সেখানে উদীচীর বর্তমান শিল্পী-কর্মীরা ছাড়াও উপস্থিত থাকবেন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে উদীচীর লড়াই-সংগ্রামের সাথে যুক্ত বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক এবং শিল্পী-কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট