1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঢাকা মহানগর উত্তরে,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবির)নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে ৩১/১০/২০২৫ ইং

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার মোহাম্মদ কাওসার উদ্দিন


আজ ৩১ অক্টোবর ২০২৫ বিকেল ৩. ৩০ মিনিট পূর্ব নির্ধারিত সময়ে, মিরপুর-১০ সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠ সংলগ্ন চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত সমাগমে উৎসব মুখর হয়ে ওঠে জনসভা প্রাঙ্গণ। জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি কমরেড হাসান হাফিজুর রহমান সোহেল। সার্বিক তত্ত্বাবধান করেন কাফরুল থানা সভাপতি কমরেড আলী কাউসার মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমরেড সাজ্জাদ জহির চন্দন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রিয় সভাপতি। কমরেড রুহিন হোসেন প্রিন্স বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাবেক সাধারণ সম্পাদক। ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক কমরেড লুনা নূর। ঢাকা মহানগর উত্তরের অন্যতম নেতা কমরেড রিয়াজ উদ্দিন, আরো উপস্থিত ছিলেন প্রধান আকর্ষণ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) কেন্দ্রীয় নেতা, ঢাকা ১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার আহাম্মদ সাজেদুল হক রুবেল। এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ,পার্টির সদস্য, শাখা সম্পাদক, কর্মীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। মুহুর্মুহু স্লোগান ও করতালির মাধ্যমে স্থানীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং বরণ করে নেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জনসভায় মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা গণমানুষের মুক্তি ইনসাফের রাষ্ট্র কায়েমের লক্ষ্যে অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবি করা হয়। বক্তারা আরো বলেন সংবিধানের চার নীতি বহাল রাখতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করতে হবে। জুলাই অভ্যুত্থানে,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সিপিবি ও ছাত্র ইউনিয়নের তিনজন শহীদ হয়েছে, মর্মে উল্লেখ করে বক্তারা আরো বলেন যে আমরা বিগত দিনে জুলুম অন্যায় নির্যাতন সহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গণতন্ত্রের জন্য লড়াই করে আসছি। গত ১৫ বছরের স্বৈরাচারী দুঃশাসনের বিরুদ্ধে লড়েছি। অবাধ ও সুষ্ঠু গণতন্ত্রের জন্য ভবিষ্যতে আরো লড়াই করতে হবে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত চার মূলনীতি সমুন্নত রাখতে হবে। শোষণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করার লক্ষ্যে কাজ করে যেতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা কেউ বলে না। শুধুই ক্ষমতায় যেতে চায় এরকম কলাকৌশল নিয়ে কথা বলে। আমরা চাই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কমিয়ে আনতে হবে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। শোষিত বঞ্চিত শ্রমিক শ্রেণীর রাষ্ট্র কায়েমের লক্ষে একযোগে কাজ করতে হবে। ঢাকা ১৫ নং আসন মুক্তিযুদ্ধের রণক্ষেত্র। একাত্তরে বধ্যভূমি তার প্রমাণ, এই রণক্ষেত্রে অসংখ্য শহীদের রক্তে ভেজা ঢাকা ১৫ নং আসনে আমাদের জিততে হবে। বহু শহীদ মুক্তিযোদ্ধারা ঘুমিয়ে আছে এই মাটিতে,এই চেতনাকে ধারণ করে সিপিবি কেন্দ্রীয় নেতা ঢাকা ১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার আহাম্মদ সাজেদুল হক রুবেল কে নির্বাচনে জয়ী করে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। তিনি এই অঞ্চলের যেকোনো দুঃসময়ে গার্মেন্টস আন্দোলনে জেল খেটেছেন। করুণা মহামারীতে দিনরাত পরিশ্রম করেছেন।উপস্থিত সকল বক্তারা তার অবদান স্বীকার করেন। দুনিয়ার মজদুর এক হও এই স্লোগানে স্লোগানে এবং সভাপতির শেষ ভাষণের মধ্য দিয়ে রাত ৮ঃ০০ টায় সভার কার্যক্রম শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট