
মোঃ হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল)
খেলা ধরো নেশা ছাড়, ক্রীড়া শক্তি ক্রীড়া দল আমরা ছাত্র যুবদল এমন এক শ্লোগানে
শুক্রবার (৩১অক্টোবর২০২৫ইং টাংগাইল মধুপুর উপজেলাধীন
কুড়ালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বি,কে উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলাটি ১নং কুড়ালিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শমসের আলী এর সভাপতিত্বে খেলাটি অনুষ্ঠিত হয়।
আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :
আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন,
সদস্য,জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন :
এডভোকেট শামছুজ্জামান সুরুজ,
সদস্য,জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
জনাব মোঃজাকির হোসেন সরকার,
সভাপতি – মধুপুর উপজেলা বিএনপি।
জনাব মোঃনাছির উদ্দীন (নাছির)
সাধারণ সম্পাদক,মধুপুর উপজেলা বিএনপি।
এবং জনাব এম রতন হায়দার
সি:সহ সভাপতি,উপজেলা বিএনপি মধুপুর। আরো উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আবু,ছাইদ, কুড়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাজিম উদ্দিন,
কুড়ালিয়া ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ । মধুপুর উপজেলা বিএনপি, কৃষক দল,ছাত্রদল যুবদল এর সকল সম্মানিত সদস্যবৃন্দ সহ হাজারো উৎসব জনতা উপস্থিত ছিলেন।
আয়োজনে,
কুড়ালিয়া স্পোর্টিং ক্লাব।
সার্বিক সহযোগিতায় ছিলেন,মো:মুঞ্জুরুল ইসলাম
মধুপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল
ও শামীম হোসেন
পরে প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, এ বক্তব্যে জানান খেলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা যায়। এবং খেলার মাধ্যমে যাবতীয় বাজে নেশা থেকে যুব সমাজকে রক্ষা করার একটি হাতিয়ার বলে উল্লেখ করেন। তিনি আগামী দিনে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। এবং উক্ত খেলার আয়োজকবৃন্দ উৎসব জনতার কে ধন্যবাদ জানিয়ে বক্তব্য সমাপ্তি করেন।