
উপজেলা প্রতিনিধি: মোঃ সোলায়মান গনি
উলিপুর (কুড়িগ্রাম), ৬ নভেম্বর ২০২৫
২৭ কুড়িগ্রাম–৩ (উলিপুর) আসনের বিপরীতে বিএনপি ঘোষিত মনোনয়ন স্থগিত করে জনবান্ধব নেতা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক-এর নাম ঘোষণার দাবিতে উলিপুরে মানববন্ধন, র্যালী ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উলিপুরের সর্বস্তরের জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন—
“উলিপুরের জনগণের হৃদয়ের প্রতিনিধি জনাব আব্দুল খালেক। দীর্ঘদিন ধরে তিনি মাঠে থেকে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন, সংকটে–দুঃসময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাই এই আসনে মনোনীত প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা ছাড়া কোনো গ্রহণযোগ্য সিদ্ধান্ত হতে পারে না।”
বক্তারা আরও বলেন—
“উলিপুর বিএনপিকে সুসংগঠিত করা, তৃণমূলকে শক্তিশালী করা এবং জনগণের আশাবাদি নেতৃত্ব প্রদান—এসব ক্ষেত্রে তাঁর ত্যাগ, দক্ষতা ও ভূমিকা সকলের কাছে সুস্পষ্ট। জনগণের দাবি উপেক্ষা করা সমীচীন হবে না।”
মানববন্ধন শেষে একটি শান্তিপূর্ণ র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উলিপুরের জনগণের পক্ষ থেকে দাবি–সংক্রান্ত লিখিত বিবৃতি পাঠ করা হয়।