
মো: বেলাল হোসেন, দিনাজপুর
টিআইবি’র দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের বাস্তব অভিজ্ঞতা বিনিময়, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সুপারিশ নিয়ে আলোচনার জন্য সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সার্পোট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) সদস্যদের অংশগ্রহণে ৫ নভেম্বর, ২০২৫ সকাল ১০.০০টায় ব্র্যাক লার্নিং সেন্টারে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক), দিনাজপুর প্যাকটা প্রকল্পে মাঠ পর্যায়ে প্রতিষ্ঠান ভিত্তিক ১১টি এসিজি (একটিভ সিটিজেন্স গ্রুপ) গঠনের মাধ্যমে কমিউনিটি মনিটরিং পরিচালনার করছে। সনাক পরিচালিত এসিজিগুলি প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্তৃপক্ষের সাথে প্রমাণ নির্ভর অধিপরামর্শ সভার মাধ্যমে প্রতিষ্ঠানভিত্তিক সেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।
সনাক সভাপতি মোঃ হাবিবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সনাকের সিনিয়র সদস্য সন্ধ্যা রাণী বাগচী।
সভায় প্যাকটা প্রকল্পে সনাক দিনাজপুর এর চলমান বছরের কার্যক্রম, অর্জন, সফলতা, চ্যালেঞ্জ ও উত্তরনের উপায় নিয়ে মাল্টিমিডিয়া উপস্থাপনা দেখানো হয়। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীগণের মধ্যে সনাক সদস্য, প্রফেসর অর্চনা অধিকারী, প্রফেসর ড. বিধান চন্দ্র হালদাল, মোঃ ফজলুল করিম, তারিকুজ্জামান তারেক, মমতাজ বেগম, এড. শৈলেন কান্তি রায়, এড. সরোগ গোপাল রায়, এড, মোঃ আনারুল ইসলাম, মোঃ আহসান হাবীব, মোঃ আনোয়ারুল ইসলাম বাবলু, ইয়েস সদস্য তামান্না আক্তার তনু, মোঃ আবিরুল ইসলাম, মৃত্তিকা সেন, পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি সমন্বয়কারী মোঃ আব্দুল মান্নান, সহ-সমন্বয়কারী সীমা সাহা, দক্ষিণ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এসিজি সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম, কিসামত মাধবপুর উচ্চ বিদ্যালয় এসিজি সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম, চাঁদগঞ্জ উপ-স্বাস্থ্যকেন্দ্র এসিজি সদস্য মোঃ তৌহিদুল ইসলাম, মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এসিজি’র সহ-সমন্বয়কারী মোঃ মূরসালিন মুন্না, উপজেলা ভূমি অফিস এসিজি সমন্বয়কারী মোহাম্মদ আলী, চেরাডাঙ্গী এসিজি হতে সমন্বয়কারী জুয়েল মাহমুদ রানা ও সহ-সমন্বয়কারী মোছাঃ মেরিনা আক্তার, ঘুঘুডাঙ্গা এসিজি হতে সমন্বয়কারী মোঃ আশরাফুল ইসলাম চৌধুরীসহ অনেকেই মাঠ পর্যায়ে দুর্নীতির বাস্তব অভিজ্ঞতা শেয়ারিং করেন।
মাঠ পর্যায়ে এসিজি’র কাজের ফলে প্রতিষ্ঠানগুলিতে যেসব পরিবর্তন সাধিত হয়েছে তাও আলোচনায় উঠে আসে। সেইসাথে প্রতিষ্ঠানভিত্তিক সেবার মানোন্নয়নে কিছু সুপারিশ তুলে ধরা হয়। উক্ত সুপারিশগুলি নিয়ে সনাক সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ সভার মাধ্যমে সমাধানের উদ্যাগ গ্রহণ করবেন বলে সভায় আলোচনা হয়। মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীগণ স্থানীয় পর্যায়ে নির্ধারিত প্রতিষ্ঠানে সনাক, ইয়েস এবং এসিজির কার্যক্রমকে আরো গতিশীল করতে সুপারিশের পাশাপাশি কার্যক্রমগুলিকে আরও বেগবান করতে অঙ্গীকারাবদ্ধ হন। দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা পরিচালনা করেন টিআইবির ক্লাষ্টার কোঅর্ডিনেটর-সিই রংপুর কমল কৃষ্ণ সাহা ও টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আব্দুল হান্নান আজাদ। সভায় অংশগ্রহণকারী ১৫১ জনকে দুর্নীতির বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান অধ্যাপক আব্দুল জলিল আহমেদ, সিনিয়র সদস্য সনাক, দিনাজপুর।