
মো:নাইমুল হক স্মরণ, দুর্গাপুর উপজেলা প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে ৯৮ পিস ভারতীয় (ইন্ডিয়ান) কম্বল জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভারত থেকে অবৈধভাবে আনা প্রায় ৯৮ পিস কম্বল জব্দ করা হয়। তবে কম্বলের মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও আটক করা হয়েছে ১ জনকে।
জব্দ করা কম্বলগুলো আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
ডিবি পুলিশের এক কর্মকর্তা বলেন, “অবৈধ পণ্য আমদানি ও চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।”