
মো:নাইমুল হক স্মরণ, দুর্গাপুর উপজেলা প্রতিনিধি,
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পুলিশের অভিযানে ১,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (৭ নভেম্বর) দুপুরের দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে পরিচালিত অভিযানে নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার গাঁওকান্দিয়া ইউনিয়নের মোঃ সোহাগ মিয়া (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতের ঠিকানা—
পিতা: আব্দুল মতিন
মাতা: মোছাঃ নুরুন্নাহার
সাং: গাঁওকান্দিয়া, ডাকঘর: জাগিরপাড়া, ইউনিয়ন: গাঁওকান্দিয়া, থানাঃ দুর্গাপুর, জেলা: নেত্রকোণা।
অভিযান চলাকালে তার কাছ থেকে ১,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির ৭,০০০ টাকা জব্দ করা হয়।
ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে ত্রিশাল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
এই অভিযানের পরিপ্রেক্ষিতে পুলিশ কর্মকর্তা জানান, দেশকে মাদক মুক্ত রাখতে আরও সচেতন হতে হবে আইনশৃঙ্খলাবাহিনীকে। তাছাড়াও সারাদেশে এরকম অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।