
মোঃ সোলায়মান গনি (উলিপুর) কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিজের বৃদ্ধ মা-বাবার ওপর নির্যাতনের ঘটনায় দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার গছিডাঙ্গা গ্রামের আব্দুল বারীর দুই ছেলে মাসুদ রানা (৩২) ও কুদরাত-ই-হৃদয় (২২)।
পুলিশ জানায়, ভুক্তভোগী মা মনয়ারা বেগম নিজেই শুক্রবার রাতে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করে শনিবার (৮ নভেম্বর) আদালতে পাঠায়।
ঘটনার সূত্রপাত
স্থানীয়দের বরাতে জানা যায়, ঘটনার দিন মনয়ারা বেগম তার নাতনিকে প্যান্ট পরিয়ে দিচ্ছিলেন। এ সময় শিশুটি বলে, “বাবা আরও সুন্দরভাবে পড়িয়ে দেয়।” এই কথাকে কেন্দ্র করে দাদী ও দুই ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুদ ও হৃদয় ক্ষিপ্ত হয়ে মা ও বাবার ওপর হামলা চালায়। এতে বাবা আব্দুল বারীর তিনটি দাঁত ভেঙে যায়। স্থানীয়দের দাবি, এর আগেও তারা বাবার একটি দাঁত ভেঙেছিল।
প্রত্যক্ষদর্শীরা বলেন, “দুই ভাই শুধু মারধরই করেনি, বরং মাকে শ্লীলতাহানির চেষ্টা ও গাছে বেঁধে রাখার উদ্যোগ নেয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে মনয়ারা বেগমকে উদ্ধার করে।”
পুলিশ ও স্থানীয় প্রতিক্রিয়া
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন,
“এটি অত্যন্ত নির্মম ও জঘন্য একটি ঘটনা। পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান স্যারের নির্দেশে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে, মামলাটি এসআই হারুন-অর-রশিদ তদন্ত করছেন।”
এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি করেছে। স্থানীয়দের ভাষায়,
“যে সন্তান মা-বাবার ওপর হাত তোলে, তার কঠোর শাস্তি হওয়া উচিত— যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।”