
মোঃ আব্দুস সালাম, কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলায় আজ ১০.১১.২০২৫ খ্রি: তারিখ রোজ সোমবার বেলা ১০.০০ ঘটিকায় কমলগঞ্জ উপজেলাস্থ,আদমপুর উইনিয়নের আন্তর্জাতিক সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি’র উদ্যোগে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য এবং আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইন উপলক্ষে সকালে গুড নেইবারস্ বাংলাদেশ এর নিজস্ব অফিস থেকে র্যালি বের হয়ে তা আদমপুর বাজার প্রদক্ষিন করে পুনরায় গুড নেইবারস্ বাংলাদেশ অফিসে ফিরে আসে, আতপর উপস্থিত অতিথি বৃন্দের আলোচনা শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শপথ বোর্ডে গন স্বাক্ষর কর্মসূচীর মধ্যদিয়ে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য এবং আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন এর সমাপনী ঘোষনা করা হয়। উক্ত অনুষ্ঠানে গুড নেইবারস্ পরিচালিত একে বাংলা স্কুলের শিক্ষার্থি সহ অভিভাবক প্রতিনিধি, পার্টনার স্কুল থেকে শিক্ষক প্রতিনিধি, সিডিসি কমিটির সভাপতি মিসেস বিলকিস বেগম, বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক জনাব আব্দুস সালাম সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এন্ড্রিকো মন্ডল, ম্যানেজার গুড নেইবারস্ বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি এবং প্রধান অথিতির হিসাবে উপস্থিত ছিলেন সিডিসি কমিটির সভাপতি মিসেস বিলকিস বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব নিহার কান্তি দেব, সহকারী শিক্ষক, একে বাংলা স্কুলে গুড নেইবারস্ বাংলাদেশ।