
মহিবুল্লাহ মহিব তালা উপজেলা প্রতিনিধি
তালা সরকারি কলেজ ফুটবল মাঠে মর্নিং গ্রুপের খেলা সহ সকল ধরনের খেলাধুলা বন্ধ করার জন্য কলেজ কর্তৃপক্ষ মৌখিকভাবে নিষেধাজ্ঞা জারি করে।
তালা উপজেলা সদরে খেলাধুলার জন্য একমাত্র হোমগ্রাউন্ড তালা সরকারি কলেজ ফুটবল মাঠ।ছোট ছেলেমেয়েরা থেকে বৃদ্ধ বয়সিরা সকল ধরনের খেলাধুলা করে করে থাকে।
তালা সরকারি কলেজের মাঠ ছিল খেলাধুলার অনুপযোগী। বিভিন্ন ক্রীড়া সংগঠক,খেলোয়ারা বিভিন্ন সময় সরকারের বিভিন্ন দপ্তর থেকে (উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এমপি মহোদয়ের কাছ থেকে মোটা অংকের টাকা অনুদানের মাধ্যমে বালি-মাটির ভরাট করে খেলার উপযুক্ত করে তোলে। এর জন্য খেলোয়ারদের প্রচুর পরিশ্রম করতে হয়। সম্পূর্ণ স্বেচ্ছা শ্রমের মাধ্যমে তারা এই কাজটি সম্পাদন করে।যেটা ছবি দেখলেই বোঝা যায়। কারো হাতে কোদাল, কারো হাতে বালি তোলা বেলচা।মাটির ভরাটের কাজে তখন কেউ সাহায্য এগিয়ে আসেনি। এমন কি এই মাটি ভরাটের পিছনে কলেজ কর্তৃপক্ষের কোন হাত ছিল না।
স্থানীয় ক্রীড়াপ্রেমিক অধ্যক্ষ এনামুল ইসলাম,মীর হারুনা রশিদ ফুকার, হাবিবুর রহমান খান,শেখ নজরুল ইসলাম,মহিবুল্লাহ মহিব সোহেল,ডাবু,নয়ন,সৌকত, আল আমিন আক্ষেপ করে এই প্রতিবেদককে বলেন খেলাধুলার একমাত্র স্থান তালা সরকারি কলেজ মাঠে আমরা শৈশব কাল থেকে খেলাধুলা সহ বিভিন্ন ধরনের ব্যায়ামের প্র্যাকটিস করে আসছি অথচ কিছু স্বার্থান্বেষী মহল,যারা চায় না তালার ক্রীড়াঙ্গন এগিয়ে যাক, তাদের কারণে আজ খেলাধুলা বন্ধ হয়ে যায়। খেলাধুলায় শরীর ও মনকে সুস্থ ও প্রফুল্ল রাখার একটি চমৎকার উপায়।
উপজেলা প্রশাসনের কাছে তালার ক্রীড়া প্রেমিকরা সাক্ষাতের মাধ্যমে তাদের বিষয়টি উপস্থাপন করেন। তিনি তাদের ধৈর্য ধারণ করার জন্য আশ্বস্ত করেন।বিষয়টি সমাধানের ব্যর্থ হলে তালার ক্রীড়া প্রেমিকরা আন্দোলনের মাধ্যমে তাদের দাবি-দাওয়া আদায় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ঊর্ধ্বতন প্রশাসনের কাছে নিবেদন তালার খেলাধুলার জন্য একটি নিরপেক্ষ মাঠ সহ বিনোদনের ব্যবস্থা করবেন এটা তালা বাসির প্রাণের ও সময়ের দাবি।