
মোছাদ্দেক সৈকত, স্টাফ রিপোর্টার রংপুর
রংপুরের গংগাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের রাজনৈতিক পরিস্থিতি দিনভর উত্তপ্ত ছিল। অভিযোগ উঠেছে, বিএনপি ইউনিয়ন সেক্রেটারি মতিউর রহমান বাবু রাতের অন্ধকারে জামায়াতে ইসলামের এমপি প্রার্থী রায়হান সিরাজীর বিলবোর্ড সরিয়ে দিয়ে নিজের নামের বিলবোর্ড স্থাপন করেছেন।
জামায়াতে ইসলামের গজঘন্টা ইউনিয়ন সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন সুজা বলেন, “১০ নভেম্বর রাতে ইউনিয়নের চারদিকে রায়হান সিরাজীর একটি বিলবোর্ড নিখোঁজ হয়। আমরা শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে বিষয়টি নিয়ে চুপ ছিলাম। তবে জনগণের দৃষ্টি আকর্ষণ ও স্বচ্ছতার জন্য এ ঘটনা প্রকাশ করা হলো।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মোঃ আশরাফুল আলম অভিযোগ করেন, “গত ঈদুল ফিতর থেকে রায়হান সিরাজীর একটি বিলবোর্ড গজঘন্টা ইউনিয়নের জিরো পয়েন্টে স্থাপন করা ছিল। ১১ নভেম্বর রাতে বিএনপি সেক্রেটারি মতিউর রহমান বাবু সেটি বেআইনিভাবে সরিয়ে নিজের নামের বিলবোর্ড স্থাপন করেন। এটি উদ্দেশ্যপ্রণোদিত কাণ্ড, যা ইউনিয়নের শান্তি ও শৃঙ্খলা বিপন্ন করেছে।”
তিনি আরও বলেন, “গত ১৬ বছরের ফ্যাসিবাদের সময় মতিউর রহমান বাবু কোথায় ছিলেন? আজ যখন দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে এবং প্রশাসনিক নজরদারি রয়েছে, তখন এ ধরনের নেক্কারজনক কাজ করেছেন। আমরা স্থানীয় জনগণ ও প্রশাসনের কাছে বিচারের দাবি জানাচ্ছি।”
গজঘন্টা ইউনিয়ন সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মন্তব্য করেন, “মতিউর রহমান বাবু নিজ উদ্যোগে এই কাজ করেছেন। দলীয়ভাবে আমাদের কারো সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। দায়ভার তারকেই নিতে হবে। তবে প্রশাসন ও দলীয় নেতাদের হস্তক্ষেপে গভীর রাতে পরিস্থিতি মীমাংসিত হয়েছে।”
অবশেষে, সকলের সম্মতিতে জামায়াতে ইসলামের এমপি প্রার্থী রায়হান সিরাজীর বিলবোর্ড পুনঃস্থাপন করা হয়। এতে ইউনিয়নের রাজনৈতিক পরিবেশ আপাতত শান্তিপূর্ণ আছে।