
মোঃহাফিজুর রহমান উপজেলা প্রতিনিধি
মধুপুর টাঙ্গাইল আজ ১৩ নভেম্বর ২০২৫কোর্টের তারিখে রোজ বৃহস্পতিবার মধুপুর পৌরসভার(৫নং ওয়ার্ড) কাজীপাড়া নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মাদকদ্রব্যসহ মো: শাহীন (৩৫)
নামক এক ব্যক্তিকে আটক করা হয়। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম উদ্দীন
এবং
অভিযান পরিচালনাকালে ভারপ্রাপ্ত কর্মকর্তা, মধুপুর থানা সার্বিক সহযোগিতা করেন। এ সময় গণমাধ্যম কর্মীর উদ্দেশ্যে জানান, নেশা সামাজিক নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডের একমাত্র কেন্দ্রবিন্দু। নেশার কারণে সমাজে নানাবীধ অপরাধ বেড়ে যাচ্ছে। তাই যুব সমাজকে নেশা থেকে দূরে রাখার লক্ষ্যে, নানাবিট ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তাই দেশ ও জাতির কল্যাণে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত থাকবে বলে জানান। এই নিউজটি নিশ্চিত করে জানান
নঈম উদ্দীন
সহকারী কমিশনার (ভূমি) ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মধুপুর, টাঙ্গাইল।