
বিশেষ প্রতিনিধি
লক্ষ্মীপুরের প্রাণকেন্দ্র লক্ষ্মীপুর শহরের চকবাজার অবস্থিত লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদে আছরের নামাজ পড়ার পরপরই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফার দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল টা শহরের চকবাজার থেকে শুরু করে লক্ষ্মীপুর উত্তর তেমুহনি ট্রাফিক চত্ত্বরে এসে সমাপ্ত হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে তাদের ৫ দফা তুলে ধরা হয়েছে।
উক্ত মিছিলে জেলা সেক্রেটারি জনাব এ আর হাফিজ উল্লাহ সহ জেলা ও শহর শাখার অনেক দায়িত্ব শীলগন উপস্থিত ছিলেন।
বক্তারা মিছিলের শুরুতে তাদের বক্তেব্যে গনভোট আরো এগিয়ে আনার আবেদন জানান অন্তর্বতি সরকারের নিকট।
এছাড়াও তারা আরো বলেন, পি-আর পদ্বতি যেন নিম্ন কক্ষেও হয় সে দিকে লক্ষ্য করার আনেদন জানান।
সকলকে দাঁড়িপাল্লার ভোট দেওয়ার ও দাঁড়িপাল্লার ভোট সমর্থনে কাজ করার জন্য কর্মীদেরলে উদাত্ত আহবান জানিয়ে পোগ্রাম শেষ কপ্রা হয়।