
মোঃ সোলায়মান গনি স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
২০২৫–২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের অধীন ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হবে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) উপাচার্য প্রফেসর ড. মুহ. রাশেদুল ইসলাম।
এ বছর গুচ্ছভিত্তিক ভর্তির প্রশাসনিক ও প্রযুক্তিগত কার্যক্রমের দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
কেন্দ্র তালিকায় কুড়িগ্রাম
উত্তরবঙ্গের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বিবেচনায় রেখে, আগের বছরের মতো এবারও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষাকেন্দ্র হিসেবে রাখা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা দূর দূরান্তে যেতে না হয়ে নিজ অঞ্চলে স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।
উপাচার্য প্রফেসর ড. রাশেদুল ইসলাম বলেন—
“শিক্ষার্থীদের ভ্রমণ ঝামেলা কমিয়ে সুবিধা নিশ্চিত করতেই কুড়িকৃবিকে পরীক্ষাকেন্দ্র হিসেবে রাখা হয়েছে। এতে উত্তরাঞ্চলের পরীক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারবে।”
পরীক্ষার সময়
তারিখ: ৩ জানুয়ারি ২০২৬
সময়: দুপুর ২টা থেকে ৩টা
অনলাইনে আবেদন
আবেদন শুরু: ২৫ নভেম্বর ২০২৫
আবেদন শেষ: ১৫ ডিসেম্বর ২০২৫
আবেদন, প্রবেশপত্র ডাউনলোড, আসনবিন্যাসসহ সব তথ্য ACAS–এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়সমূহ
১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
২. গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
৩. শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
৪. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৫. চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়
৬. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
৭. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
৮. হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়
৯. কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়
10.