
মোঃ সোলায়মান গনি স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওয়ামাক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫। চলতি বছরের ৩০ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত আয়োজিত প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের ৭০টি দেশের প্রায় ছয় হাজার দুই শতাধিক ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন।
বাংলাদেশের জন্য এবারের আসরে এসেছে আনন্দের খবর। কুড়িগ্রাম জেলা সদরের কৃতি ক্রীড়াবিদ মো. আরিফুর রহমান সুমন জাতীয় দলের হয়ে ৭৭ কেজি মাইনাস ফাইটিং বিভাগে অংশ নিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। সেমিফাইনালে কানাডার প্রতিযোগীর কাছে হেরে তিনি তৃতীয় স্থান লাভ করেন।
এছাড়া বাংলাদেশ দলের আরও ক্রীড়াবিদদের সাফল্যঃ
সরিফ উদ্দিন – ৬৫ কেজি মাইনাস ফাইটিং: ব্রোঞ্জ
সাইফুল – ৫৬ কেজি প্লাস ফাইটিং: ব্রোঞ্জ
মুক্তা আহমেদ – ৫৬ কেজি মাইনাস ফাইটিং: ব্রোঞ্জ
নুসাইবা রহমান – ৫৬ কেজি প্লাস ফাইটিং: চতুর্থ স্থান
নাহিদা আহমেদ ইতু – ৭৭ কেজি প্লাস ফাইটিং: সিলভার পদক
আরিফুর রহমান সুমন এর আগেও বাংলাদেশের জন্য বহু গৌরব বয়ে এনেছেন।
২০২২ সালে আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি ফাইটিং বিভাগে স্বর্ণপদক অর্জন করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হন।
২০২৩ সালে ফ্রান্সের প্যারিসে প্যারিস প্রিক্স চ্যাম্পিয়নশিপে একই ওজনশ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেন।
একই বছর গ্রিসের লোত্রাকিতে অনুষ্ঠিত এক্রপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতেন।
২০২৪ সালে গ্রীসের হেরাক্লিয়নে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক অর্জন করেন।
বর্তমানে তিনি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ২৩তম অবস্থানে রয়েছেন।
আরিফুর রহমান সুমন বলেন,
“ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি গভীর ভালোবাসা। কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের কারণেই আজ দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে লড়তে পারছি। কুড়িগ্রামের মানুষ, বাবা-মা এবং সারা দেশের দোয়া-ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে। ইনশাল্লাহ ভবিষ্যতেও দেশের জন্য আরও সাফল্য এনে দিতে চাই।”
বাংলাদেশ জুজুৎসু ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং জয়েন্ট সেক্রেটারি মুক্তা আহমেদ এক বিবৃতিতে বলেন,
“বাংলাদেশের এই প্রতিভাবান ক্রীড়াবিদরা বিশ্বদরবারে দেশের পতাকাকে সম্মানিত করেছেন। এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন সাফল্যের দিগন্ত উন্মোচিত করবে। আমরা ক্রীড়া উপদেষ্টা, ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, কোচ, খেলোয়াড় ও মিডিয়া সহকর্মীদের অভিনন্দন জানাই। ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় জুজুৎসু দল আরও ভালো ফলাফল অর্জন করবে বলে আমরা আশাবাদী।”