
নীলফামারী প্রতিনিধি :
বাহরাইনে অনুষ্ঠিত যুব এশিয়ান গেমসে কাবাডি খেলায় অংশগ্রহণ করে দেশের সুনাম বৃদ্ধি করেছে নীলফামারীর সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী অন্তরা রানী রায়। আন্তর্জাতিক মঞ্চে তার চমৎকার পারফরম্যান্স নজর কাড়ে কাবাডি ফেডারেশনসহ দেশের ক্রীড়ামহলের।
এবার আসন্ন বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ কাবাডি প্রতিযোগিতার দলে যুক্ত হওয়ার লক্ষ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অন্তরা। জাতীয় শিবিরে যোগ দিয়ে ট্রায়ালে অংশ নেবেন তিনি। সফল হলে দেশের জার্সি গায়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে অংশ নেওয়ার সুযোগ পাবেন এই কিশোরী কাবাডি খেলোয়াড়।
অন্তরার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় ক্রীড়ামোদীরা তার এই সাফল্যে আনন্দিত। তারা আশা প্রকাশ করেছেন, অন্তরা দেশে-বিদেশে আরও সাফল্য অর্জন করে নীলফামারীর নাম উজ্জ্বল করবে।
শেরিফ হোসেন
জেলা প্রতিনিধি, নীলফামারী