1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ওয়াদুদ ভূইয়া সমর্থনে পাহাড়ি সম্প্রদায়ের মহাসমাবেশ— ধানের শীষের পক্ষে খাগড়াছড়িতে ব্যাপক সাড়া

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

মোঃ মোবারক হোসেন: দীঘিনালা(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ


খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূইয়ার সমর্থনে পাহাড়ি সম্প্রদায়ের উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৯ নভেম্বর) বিকেলে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ সমাবেশস্থলে উপস্থিত হয়ে সমাবেশকে সফল ও প্রাণবন্ত করে তুলেন ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন,
“খাগড়াছড়ির জনগণ বহুদিন ধরে অবহেলা, বৈষম্য ও বঞ্চনার শিকার । এবার ধানের শীষের জয় নিশ্চিত করে মানুষের অধিকার পুনরুদ্ধার করতে হবে। পাহাড়ি-বাঙালি সকল জনগণ মিলে খাগড়াছড়িকে একটি শান্তিপূর্ণ, উন্নত এবং সম-অধিকারের জেলার রূপ দিতে চাই।”
তিনি আরও বলেন,
“এই আসনে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। নির্বাচিত হলে এসব পরিকল্পনা বাস্তবায়ন করাই হবে প্রথম অগ্রাধিকার।”

সমাবেশে সভাপতিত্ব করেন, মফিজুর রহমান, সভাপতি—সদর উপজেলা বিএনপি ।
সঞ্চালনায় ছিলেন, আবুল হাসেম ভূইয়া, সাধারণ সম্পাদক—সদর উপজেলা বিএনপি ।
এছাড়াও বক্তব্য প্রদান করেন, এমএন আফসার, সাধারণ সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি, মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকু, যুগ্ম সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পাহাড়ি সম্প্রদায়ের প্রতিনিধিরা ।
বক্তারা বলেন, “খাগড়াছড়ির উন্নয়ন, শান্তি ও সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠায় ওয়াদুদ ভূইয়ার বিকল্প নেই। ধানের শীষের বিজয় মানে মানুষের বিজয়।”
সমাবেশে পাহাড়ি সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে তরুণ প্রজন্মের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়ে হাত তুলে অঙ্গীকার ব্যক্ত করেন যে,
“অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে খাগড়াছড়িকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে আমরা ঐক্যবদ্ধ।”
বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে এবং রাজনৈতিক বিরোধীদের ওপর চাপে রাখা হয়েছে। তারা বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করা সময়ের দাবি ।
সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা জোরদারের ঘোষণা দেন স্থানীয় নেতৃবৃন্দ । পাহাড়ি-বাঙালি সর্বস্তরের মানুষের উপস্থিতি প্রমাণ করে, ২০২৫ সালের জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়া শক্তিশালী অবস্থানে রয়েছেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট