
পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
১৯ নভেম্বর/২৫
“উন্নত বাংলাদেশ গড়তে প্রকৌশলীরা সামনের সারির যোদ্ধা” বলেছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আব্দুল বাতেন। এই দেশের সকল সেক্টরে যদি সৎ, নিষ্ঠাবান ও যোগ্য ব্যক্তিরা দায়িত্বে থাকেন, তবে আমরা অচিরেই কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে পৌঁছে যেতে পারবো।
জয়পুরহাট সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ মেহেদী খানের সভাপতিত্বে এবং প্রকৌশলী নাদিম হোসেন এর সঞ্চালনায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে বুধবার (১৯ নভেম্বর) জয়পুরহাট সদর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জয়পুরহাটের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব বলেন, “উন্নয়নের প্রতিটি স্তরে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে একটি জেলার সার্বিক চিত্র বদলে যেতে পারে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ এবং জয়পুরহাট-২ আসনের এমপি পদপ্রার্থী রাশেদুল আলম সবুজ, গণপূর্ত উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোঃ আসাদ আলী খোন্দকার এবং বিল্ডিং ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের সত্ত্বাধিকারী প্রকৌশলী আব্দুর রহিম।
সভায় বক্তারা দেশে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রকৌশলীদের নৈতিকতা, দায়িত্ববোধ, সময় ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীরা সার্বিক উন্নয়ন কার্যক্রমে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।