
প্রতিবেদক: মাহফুজুর রহমান,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
জয়নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন বিদ্যালয়ের নির্মাধীন ভবনের খুয়া চুরি করে ভ্যানযোগে পাচার করার সময় স্থানীয় জনগণের হাতে ধরা পড়েছেন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, স্কুলের নির্মাণসামগ্রী তিনি দীর্ঘদিন ধরে গোপনে পাচার করে আসছিলেন। সালাউদ্দিন জামায়াতে ইসলামীর স্থানীয় একজন নেতা হওয়ায় এলাকার মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পেতেন।
ঘটনাস্থলে উপস্থিত হায়দার আলী চুন্নু নামের একজন ব্যক্তি বলেন, “এই শিক্ষক অনেকদিন ধরেই এমন অনৈতিক কাজ করে আসছিলেন। কিন্তু তার প্রভাবের কারণে কেউ বলতে সাহস পায়নি।”
এ ঘটনায় উত্তেজিত জনতা সালাউদ্দিনকে কিছু সময় ধরে আটকে রাখলেও স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেয়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।