1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সশস্ত্র বাহিনী দিবস: খাগড়াছড়ি নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে দিনব্যাপী উৎসবমুখর আয়োজন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

মোঃ মোবারক হোসেন, দীঘিনালা(খাগড়াছড়ি)প্রতিনিধি:


সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ উদযাপনকে কেন্দ্র করে খাগড়াছড়ির নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে শুক্রবার (২১ নভেম্বর) নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিনটি।
দিনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের শপথ এবং সশস্ত্র বাহিনীর ইতিহাস ও গৌরবময় পথচলা নিয়ে শিক্ষকদের সংক্ষিপ্ত ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে বিদ্যালয়ের হলরুমে “সশস্ত্র বাহিনী: দেশের নিরাপত্তা ও উন্নয়নে নিরলস প্রহরী” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
“বাংলাদেশ সশস্ত্র বাহিনী শুধু দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় নয়, দুর্যোগকালীন উদ্ধারকাজ, জাতীয় অবকাঠামো উন্নয়ন, আইসিটি, শান্তিরক্ষা মিশনসহ বহু ক্ষেত্রে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই চরিত্রে দৃঢ়তা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেম—এই চারটি গুণ ধারণ করেই এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান।
তিনি বলেন,
“শিক্ষার্থীদের মাঝে দায়িত্ববোধ, নেতৃত্বগুণ ও শৃঙ্খলা তৈরি করার জন্য সশস্ত্র বাহিনী দিবস অত্যন্ত শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক একটি দিন। বিদ্যালয়ভিত্তিক এসব আয়োজন তাদের চিন্তাভাবনায় ইতিবাচক পরিবর্তন আনে।”
আলোচনা সভার পর কুইজ প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, আবৃত্তি, অপরূপ দেশ নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়।
এতে প্রথম থেকে দশম শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও দলগত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ পর্বটি আনন্দমুখর আবহ তৈরি করে। শিক্ষার্থীরা বলেন, এ ধরনের আয়োজন তাদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলে এবং সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা আরও বাড়িয়ে দেয়।
বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও জাতীয় দিবসগুলোতে শিক্ষার্থীদের নিয়ে আরও বড় পরিসরে শিক্ষণীয় ও উৎসাহব্যঞ্জক কর্মসূচির আয়োজন অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট