
মোঃ মোবারক হোসেন, দীঘিনালা প্রতিনিধি:
তিন বছরের অপেক্ষার পর আবারও ভোটের আমেজে মুখর হয়ে উঠেছে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট।
শনিবার (২২ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সদস্যদের উপস্থিতিতে শুরু হয় ইউনিট কার্যনির্বাহী কমিটি নির্বাচন–২০২৫। সকাল থেকেই আজীবন সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেন্দ্রজুড়ে তৈরি হয় উৎসবঘন পরিবেশে ভোট গ্রহণ চলবে বিকাল ৪.০০ঘটিকা পর্যন্ত ।
এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী এবং কার্যনির্বাহী সদস্য পদে ১০ জন। তবে সেক্রেটারি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মো. আব্দুল মজিদ আগে থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট বেদারুল ইসলাম। তিনি বলেন,-স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের মাধ্যমে রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা গণতান্ত্রিক চর্চার দারুণ উদাহরণ তৈরি করছেন। আমরা সুষ্ঠুভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধপরিকর।
নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মিজ শেফালিকা ত্রিপুরা।
তিনি বিশেষ সাধারণ সভা (OGM) এবং ভোটগ্রহণ ব্যবস্থা ঘুরে দেখেন।
সঙ্গে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মোশাররফ হোসেন, কমিশনার এডভোকেট বেদারুল ইসলাম এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আসাদ উল্লাহসহ অন্যান্যরা।
নির্বাচনকে ঘিরে সদস্যদের অংশগ্রহণ প্রমাণ করে—খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট ইউনিট শুধু মানবিক সেবার ক্ষেত্রেই নয়, সংগঠন পরিচালনায়ও স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন মানদণ্ড গড়ে তুলতে চলেছে।