1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গাবুরা গাইনবাড়ি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র নির্যাতন ও হুজুরকে জড়িয়ে চক্রান্তের অভিযোগে মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

হাবিবুল্লা বাহার, স্টাফ রিপোর্টার


 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাইনবাড়ি হাফিজিয়া মাদ্রাসার কয়েক ছাত্রকে অনৈতিকভাবে শারীরিক নির্যাতন এবং হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত নয়ন, মিলন ও তাদের পিতা মাকছুর রহমান গাইনের বিচারের দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণ মানববন্ধন করেছেন।

শনিবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার সময় গাবুরা গাইনবাড়ি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত তিনজন নিজেরাই আইন হাতে তুলে নিয়ে মাদ্রাসার ছাত্রদের বেআইনি ও নির্মমভাবে প্রহার করেছে। একই সঙ্গে মাদ্রাসার হুজুরকে বদনাম করা ও তাকে জড়িয়ে চক্রান্ত করার চেষ্টা করছে তারা।

বক্তারা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিশুদের ওপর এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা শিক্ষার পরিবেশ নষ্ট করছে এবং নির্দোষ হুজুরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।

মানববন্ধনে অবিলম্বে ঘটনাটির সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের আইনের আওতায় আনা এবং মাদ্রাসার শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। স্থানীয়রা জানান, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

মানববন্ধনটি আয়োজন করেন, গাইনবাড়ি হাফিজিয়া মাদ্রাসার সাবেক শিক্ষার্থীগণ। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবী করেন।এছাড়া মাদ্রাসার সুনাম ও শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে। এবং তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দোষীদের শাস্তি নিশ্চিত না হয়, তবে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

মানববন্ধনের শেষ পর্যায়ে উপস্থিত হন, গাবুরা ইউনিয়ন জামায়েতে ইসলামীর আমির মাওঃ দিদারুল ইসলাম এবং  জামায়াতে ইসলামী গাবুরা ইউনিয়ন শাখার নায়েবে আমির ও গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক, (চেয়ারম্যান) আলহাজ্ব মাওলানা ইসহাক আলী। তাঁরা বলেন, গাইনবাড়ী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও হুজুর এর বিরুদ্ধে যে বেআইনি আচরণ করা হয়েছে তার সুষ্ঠু বিচার আগামী ২৪ ( চব্বিশ)  ঘণ্টার মধ্যে করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট