
মোহাম্মদ মামুন উদ্দিন (অনলাইন রিপোর্টার)
নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও তার পরিবারের সদস্যদের নামে থাকা দুটি হোটেল, একটি পাঁচতলা মার্কেট এবং জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ছেলে মাহতাব আলীর নামে থাকা পূবালী ব্যাংকের একটি হিসাবে জমা ৬ কোটি টাকা অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
মোহাম্মদ আলীর পরিবারের অন্যান্য সদস্যরা হলেন,স্ত্রী আয়েশা ফেরদৌস, ছেলে আশিক আলী, ছেলে মাহতাব আলী ও মেয়ে সুমাইয়া আলী ঈশিতা।
দুদকের পক্ষ থেকে উপ-পরিচালক মো. সিফাত উদ্দিন আবেদন করে জানান, অভিযুক্তরা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং এসব সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা চলছে। এসব সম্পদ রক্ষা এবং মানিলন্ডারিং প্রতিরোধে আইন অনুযায়ী জব্দ ও অবরুদ্ধ করা জরুরি।
আদালতে জমা দেওয়া আবেদনে হাতিয়ার দুটি হোটেল, হোটেল ঈশিতা ও হোটেল ঈশিতা-২, একটি পাঁচতলা মার্কেট এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের অনুরোধ করা হয়। আদালত আবেদনটি মঞ্জুর করেন এবং সম্পদ জব্দ ও টাকা অবরুদ্ধের নির্দেশ দেন।