1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির মনোনয়ন স্থগিত—প্রচারণায় এগিয়ে জামায়াতের সোহেল

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

গফরগাঁও, ময়মনসিংহ | রিপোর্টার


আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা না করায় দলটির নেতাকর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে, মনোনয়নপ্রত্যাশীদের তালিকা আগেই প্রকাশ করে মাঠে নেমে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মনোনীত প্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল সকাল-সন্ধ্যা লাগাতার গণসংযোগ ও প্রচারণা চালিয়ে এলাকাজুড়ে জনস্রোত তৈরি করেছেন।

 

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে গফরগাঁওসহ কয়েকটি আসনে মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। এ কারণে স্থানীয় নেতৃবৃন্দ সমন্বিত প্রচারণা শুরু করতে পারছেন না। এতে প্রতিদ্বন্দ্বী দলগুলো মাঠে সুবিধাজনক অবস্থানে চলে যাচ্ছে বলে মনে করছেন দলটির অনেকেই।

 

অন্যদিকে, জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল গত কয়েক সপ্তাহ ধরে গফরগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় নিবিড় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন গ্রাম, বাজার ও ওয়ার্ডে তিনি পথসভা, মতবিনিময় ও গণসংযোগে অংশ নিচ্ছেন। প্রচারণায় স্থানীয় যুবকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

 

গত সপ্তাহে অনুষ্ঠিত একটি বিশাল মোটরসাইকেল শোডাউনে অংশ নেয় শত শত কর্মী-সমর্থক। এ শোডাউন পাচঁবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে, কান্দিপাড়া, দত্তেরবাজার পৌর-এলাকা সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জামায়াতের মাঠের শক্তি ও সংগঠনগত প্রস্তুতি স্পষ্ট হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে মাওলানা সোহেল বলেন,

“গফরগাঁওবাসীর অধিকার রক্ষায় আমি মাঠে নেমেছি। একটি অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন চাই। জনগণ পরিবর্তন চায়, আর আমি সেই পরিবর্তনের সারথি হতে চাই।”

 

তিনি আরও দাবি করেন, জনগণের সাড়া দেখে তিনি আশাবাদী যে হিসাব-নিকাশ বদলে যাবে এই আসনে।

 

স্থানীয় ভোটারদের মত অনুযায়ী, বিএনপি দ্রুত প্রার্থী ঘোষণা করতে না পারলে মাঠে তাদের অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। অন্যদিকে জামায়াতের ধারাবাহিক প্রচার, বিশেষ করে তরুণদের সক্রিয় অংশগ্রহণ, ভোট রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

 

আসনটিতে বড় তিন রাজনৈতিক শক্তির মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিএনপির মনোনয়ন বিলম্বিত হওয়ায় এখন পর্যন্ত প্রচারযুদ্ধে সুবিধা পাচ্ছে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট