
হাফিজ উদ্দীন প্রতিনিধি( মধুপুর )টাঙ্গাইল
মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের চতুর্থ তলায় উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, জামায়াত ইসলাম মধুপুর উপজেলা শাখার আমির অধ্যাপক আব্দুল কাদির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রফিকুল ইসলাম ভুঁইয়া, কৃষি কর্মকর্তা রাকিব আল রানা, মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা শহিদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খান, সমাজসেবা অফিসার মো. মোস্তফা হোসাইন, আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার শেখ আব্রারুল হক শিমুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) কর্মকর্তা ইমরান হোসেন, ফায়ার স্টেশন অফিসার বোরহান আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আক্তার মাসুদা, ফুলবাগচালা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আলী, টি আইবির সভাপতি আব্দুল মালেক বিএসসি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য।
সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটা রোধ, যানজট সহ আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।