1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শ্যামনগরে নতুন সার নীতিমালা বাতিলের দাবিতে খুচরা সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

হাবিবুল্লা বাহার, স্টাফ রিপোর্টার


নতুন সার নীতিমালা ২০২৫ কার্যকর হলে খুচরা সার ডিলারদের লাইসেন্স বাতিলের ঝুঁকি তৈরি হবে,এই উদ্বেগে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকালে ১০টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ১০৮ জন খুচরা সার ডিলার এতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের নীতিমালার আওতায় তারা দীর্ঘদিন ধরে সততার সঙ্গে সার বিতরণ করছেন। কিন্তু নতুন নীতিমালা চালু হলে সার বিতরণ ব্যবস্থা ব্যাহত হবে, আর জীবিকা হারানোর শঙ্কায় পড়বেন হাজারো পরিবার।

মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা খুচরা সার ব্যবসায়ী সংগঠনের উপদেষ্টা এস কে কামরুজ্জামান (কচি)সভাপতি মোঃ শরিফুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম,ডিলার আব্দুর রাজ্জাক, ফয়সাল হাসান (আলভী) সুবাস মন্ডল।

বক্তাদের দাবি, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কাছে দ্রুত এবং স্বল্প লাভে সার পৌঁছে দিতে খুচরা ডিলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অনেক ক্ষেত্রে কৃষকেরা বাকিতে সার পান, যা অন্য ব্যবস্থায় সম্ভব নয়।

মানববন্ধন শেষে ডিলারদের প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। তারা জানান, যদি শুধুমাত্র B.C.I.C. এবং B.A.D.C. ডিলারদের মাধ্যমে সার বিতরণ করা হয়, তাহলে প্রান্তিক কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে।

খুচরা ডিলাররা নীতিমালাটি পুনর্বিবেচনার দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলনের সতর্কবার্তাও দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট