
মো:নাইমুল হক স্মরণ,দুর্গাপুর উপজেলা প্রতিনিধি:
নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ৭১ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ হওয়া মদের মধ্যে রয়েছে ৪৭ বোতল ‘ম্যানশন হাউজ’ ও ২৪ বোতল ‘সিগনেচার’ ব্র্যান্ডের ভারতীয় মদ। এগুলো পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
বুধবার (২৬ নভেম্বর) বিকেল পৌনে ৫টায় প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।
আগের দিন মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।
৩১ বিজিবি অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে নলুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) আট সদস্যের একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬০/৮-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতরে, দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৭১ বোতল মদ জব্দ করা হয়।
বিজিবির এ কর্মকর্তা আরও জানান, জব্দকৃত মদ নিয়মিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।