
মোঃ জসিম উদ্দিন সেনবাগী রিপোর্টার, স্বাধীন সূর্যোদয়
সেনবাগ উপজেলা প্রতিনিধি।
নোয়াখালী জেলার সেনবাগ থানার অন্তরগত ৪ নং কাদরা ইউনিয়নের কৃতি সন্তান জনাব আব্দুল মাবুদ ( DIG )পদে পদোন্নতি হয়েছে. এর আগে তিনি অতিরিক্ত ডিআইজি পদে সুনামের সাথে দায়িত্বরত ছিলেন, তিনি নোয়াখালী জেলা সমিতি ঢাকা এর সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শিক্ষা মুলক সামাজিক কাজকর্মে যথার্থ ভুমিকা পালন করে আসছেন. তাঁর এই পদোন্নতি সেনবগ থানা সহ নোয়াখালী জেলার মানুষ ইতিবাচক হিসেবে দেখছেন. এবং তাঁর এই পদোন্নতিতে বিভিন্ন শ্রেনী পেশার রাজনীতিবিদ, সাংবাদিক,ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র সকলে তাঁকে আন্তরিক সুবেচ্ছা জানায়।