
আর.জে রাফি কক্সবাজার উখিয়া
টেকনাফ সদরের পশ্চিম গোদার বিল এলাকার মাছ ব্যবসায়ী ও বিতর্কিত রোহিঙ্গা আরিফ আহমদ মাঝির পুত্র সাইফুর রহমানকে ৪৯ লাখ টাকা মূল্যমানের ইয়াবাসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘদিন ধরে মাছ ব্যবসার আড়ালে আরিফ আহমদ মাঝি চট্টগ্রাম–ঢাকাসহ বিভিন্ন জেলায় মাছের ড্রামের ভেতর ইয়াবা পাচার করে আসছে বলে অভিযোগ রয়েছে। একই ব্যবসায় যুক্ত কয়েকজন সহযোগী জানিয়েছেন, আরিফ মাঝির নির্দেশেই তার ছেলে ইয়াবার চালান বহন করছিল। আটক সাইফুরের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।