
মোঃ আব্দুর রশিদ,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও স্থানীয় উন্নয়ন সহযোগি সংস্থাসমূহের সহযোগিতায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।