
মোঃ মেহেদী হাসান রানা ঢাকা প্রতিনিধি
কারে যেনো পাশে চায় মন এই পৌষের ক্ষণে!
দুহাত ধরে হারাবো কোনো কুয়াশা ভেজা বনে।
ভেজা ঘাসে নগ্নপদে মাড়াবো সবুজ ঘাস,
জানাবো দুজনের মনের গহীনে কতকাল ধরে বাস।
অযথাই বসে গুনবো কত আছে শিশির বিন্দু কণা,
খুঁনসুটিতে ধীরে ধীরে হবে হৃদয়ের বনিবনা।
শিউলি তলার সব শিউলি কুড়িয়ে বানিয়ে মালা,
অপেক্ষায় রবো গোলাপ হাতে তার আসবার পালা।
উঠোন বাগান নদীর ধারে শীতের ফুলের ঘ্রাণে,
নব করে প্রেম উঠবে জেগে কপোত-কপোতী প্রাণে।
সুন্দরী বক,চড়াই,সারস শীতের পাখির মতো,
জলকেলি করে সুরেলা ডাকে ভিজবো ইচ্ছেমতো।
শীতের তীব্রতা দুজনকে একই চাদরের মাঝে নেবে,
কাজ ফেলে আমি আনমনা রই সেই তারে শুধু ভেবে।