মোঃআল-আমিন (স্টাফ রিপোর্টার): রাজধানীর যাত্রাবাড়ীতে ছাএ আন্দোলনে পুলিশের গুলিতে আহত কাজলকে নিয়ে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। রবিবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে একটি চার্টার্ড এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী মর্যাদার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের পরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ।
সরকারি খরচে তাকে বহন করার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে নেওয়া হচ্ছে। গত ৫ জুলাই পতিত স্বৈরাচারের পুলিশের গুলিতে মাথায় মারাত্মকভাবে আঘাত পান কাজল। পরে নেওয়া হয় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে। তিন মাস ধরে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।