
সুনামগঞ্জ প্রতিনিধিঃএস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ–৫ আসনের ধানের শীষের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের বাসভবনের প্রাঙ্গণে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দকে নিয়ে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গতকাল বুধবার রাত ০৮ ঘটিকায় কলিম উদ্দিন আহমেদ মিলনের বাস ভবনের আঙ্গিনায় সভা টি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তারা বলেন, জনগণের সমর্থন আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
এ সময় বক্তারা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভা থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন উপস্থিত নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাষ্টার, উপজেলা আহবায়ক কমিটির সদস্য এইচ এম কামাল, আফিকুল ইসলাম, এ্যাড সালেহ আহমেদ, মিজানুর রহমান, মুক্তার আলী।
আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা, তনজব আলী, আহ্বায়ক আপ্তাব উদ্দিন ওলিউর রহমান, আব্দুর রউফ, জমির আলী, জিলু মিয়া, ছমরু মিয়া, নিজাম উদ্দিন, কমর আলী, রুনু মিয়া, দিলোয়ার, আরশ আলী ও রইছ মিয়া, কৃষকদলের সভাপতি সভাপতি সিরাজ মিয়া।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা যুবদল নেতা, সাগর তালুকদার, সিদ্দিকুর রহমান, ইউনিয়ন যুবদল নেতা, আলী আফরান, জুয়েল, মোশাহিদ আলী, গৌছ উদ্দিন, জাহাঙ্গীর আলম, হবির সোহাগ, আবু বকর মেম্বার, নিজাম উদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা শুকুর আলী, মকদ্দুছ আলী, রসিক আলী, ইসলাম উদ্দিন । ছাত্রদলের এমদাদুল হক, মতিউর, ফারহান প্রমূখ ।