1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

জীবননগর থেকে সিরাপ ও ফেনসিডিলসহ আটক ১

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

মোঃ রিজভীল ইসলাম, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি


চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযানে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)। এসময় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে ৭টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার-৬৯-এমপি থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পেয়ারাতলা বাজারের সড়কে হাবিলদার মো. বেল্লাল হোসেনের নেতৃত্বে অভিযানে মো. মুকুল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ১৩০ কেজি খেজুরের গুড়, ৫টি প্লাস্টিক ক্যারেট এবং ৯২ বোতল ভারতীয় ‘Win Coerex’ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালসহ আটক আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। মুকুল মিয়া জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের বাসিন্দা।
এদিকে একই দিন রাত সাড়ে ৭টায় মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার-৭১/৮-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের মাঠে নৈমুদ্দীন মন্ডলের আমবাগান থেকে আসামীবিহীন ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. ভূইয়া ইকবাল হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট