এম এ বাতেন জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে ডিবি পুলিশ বিশ বোতল বিদেশী মদ এক কেজি চারশত গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে।
২০ নভেম্বর বুধবার ভৈরব উপজেলার ভৈরবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক আজিজুল হাকিম (২৩) নারায়নগঞ্জ জেলার মাতাইন এলাকার মৃত কবির মিয়া পুত্র
সাব্বির মিয়া (২০) নারায়নগঞ্জ আড়াইহাজার উপজেলার নোয়াগাঁ পশ্চিম পাড়া এলাকার মো: ইব্রাহিম মিয়া পুত্র ইউসুফ মিয়া (৩৪) ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার কাশিম নগর এলাকার মো: আলী হোসেনের পুত্র।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার জানান এসআই মো: মোবারক হোসেন গোপন সংবাদের ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে । তাদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়ছে।