মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ): গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের জামতলা এলাকায় বুধবার ২০ নভেম্বর সকালে একটি মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে ওই মার্কেটের পাঁচ দোকানসহ মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,
কালিয়াকৈরের মৌচাকের জামতলা এলাকার দেলোয়ার হোসেন উরফে ঢালু সরকারের মার্কেটেরর রানা মিয়ার মুদির দোকান থেকে বুধবার ২০ নভেম্বর সকালে আগুনের সুত্রপাত হয়।
পরে মুহুর্তের মধ্যে আগুন ওই মার্কেটের আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
আগুনের লেলিহান শিখায় ওই মার্কেটের পাঁচ দোকানসহ ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়ে।
ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এবং আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন,আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান এখনো নির্ধারন করা যায়নি।