মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ): গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৪নং মৌচাক ইউনিয়ন ৫ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যােগে আন্দারমানিক পশ্চিমপাড়া ফালু মাতাবাবর বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ এর ৮ম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে এর
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জনাব আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল।
সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল,(বি,এন,পি)
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,
শাইখুল হাদিস আল্লামা আনোয়ারুল ইসলাম (দাঃ বাঃ)
জামিয়া হুসাইনিয়া আরাবিয়া বোয়ালী মাদ্রসা, টাঙ্গাইল।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,
প্রথম আলোচক,
আলহাজ্ব হযরত মাওঃ ওসমান গনি আল কাদররী। খতিব,আন্দারমানিক ফালু মাতাব্বর বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ।
দ্বিতীয় আলোচক,
আলহাজ্ব হযরতঃ মাওঃ রিয়াজুল করিম সরকার।
মুহতামিম,জামিয়াতুল অলিজা ইসলামীয়া মাদ্রাসা।খলিফা,পীর সাহেব নানুপুরী (দাঃ রাঃ)
তৃতীয় আলোচক,
হযরত মাঃ মুফতি আব্দুল মান্নান নূরী
খতিব, কবিরুননেছা ঈদগাহ জামে মসজিদ।
আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,
হযরত মাওলানা আব্দুল মোমিন কাওসারী
সিরাজগঞ্জ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
জনাব এ্যাডঃ রফিকুল ইসলাম রফিক
সদস্য,বাংলাদেশ সুপ্রিম কোর্ট। যুগ্ম সাধারন সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম,গাজীপুর জেলা
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,
জনাব মোঃ বেলাল হোসেন সরকার
নির্বাহী পরিষদ সদস্য, ইসলামী সমাজকল্যাণ সংস্থা, কালিয়াকৈর উপজেলা।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
জনাব মোঃ নাজমুল মন্ডল
যুগ্ম আহ্বায়ক,গাজীপুর জেলা যুবদল।
জনাব এ্যাডঃ মাসুদ রানা
যুগ্ম আহ্বায়ক, গাজীপুর জেলা যুবদল।
মাহফিলের সভাপতিত্ব ও পরিচালনা করেন,
জনাব হাজী মোঃ আবদুর রব তালুকদার
সভাপতি, ফালু মাতব্বর বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ।
হযরত মাওঃ হাফেজ মোঃ আমিনুল ইসলাম শাহিন
ইমাম, ফালু মাতব্বর বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ।
হযরত মাওঃ হাফেজ মোঃ ইব্রাহীম হোসাইন সিরাজী
মুহতামিম, আল জামিয়াতুল বারেকিয়া দারুম উলূম মাদ্রাসা।
পৃষ্ঠপোষকতায় হিসেবে উপস্থিত ছিলেন,
জনাব আলহাজ্ব শোয়াইব মৃধা
প্রতিষ্ঠাতা পরিচালক, আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এন্ড কলেজ।
জনাব মোঃ দেলোয়ার হোসেন
মেম্বার, ৪নং মৌচাক ইউনিয়ন পরিষদ, ৫নং ওয়ার্ড।
সার্বিক তত্ত্বাবধন ও সহযোগীতায় উপস্থিত ছিলেন,
জনাব মোঃ আব্দুল খালেক বেপারী
সাধারণ সম্পাদক, আন্দারমানিক পশ্চিমপাড়া ফালু মাতব্বর বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ।
জনাব মোঃ সরকার আব্দুল আলীম
নির্বাহী সভাপতি, কালিয়াকৈর প্রেসক্লাব ও সাবের সভাপতি, মুতাওয়াল্লী ফালু মাতব্বর বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ।
জনাব মোঃ ফজলুল হক মৃধা
মেম্বার,সফিপুর বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ
আরো উপস্থিত ছিলো আন্দারমানিক পশ্চিম পাড়ার যুব-সমাজ ও আশে পাশের এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।