মোঃমাকসুদ আলম (লালমোহন উপজেলা প্রতিনিধি): দ্বীপ জেলা ভোলা ইলিশ মাছের জন্য বিখ্যাত তাই ভোলাকে ইলিশের বাড়ি বলা হয় ।এখনকার অধিকাংশ মানুষের পেশা নদী কেন্দ্রীক।ভোলা জেলাটি বঙ্গোপসাগরের উপকূলবত্বী। ভোলার পূর্বে মেঘনা পশ্চিমে তেতুলিয়া নদী অবস্থিত। ভোলার দক্ষিণে চরফ্যাশন উপজেলার জাহানপূরে সামরাজ মাছ ঘাটটি অবস্থিত।ঘাটটি বঙ্গোপসাগরের কাছাকাছি হওয়ার কারনে জেলেরা সাগর থেকে মাছ ধরে খুব অল্প সময়ে সামরাজ ঘাটে পৌঁছাতে পারে এবং মাছ ঘাটে অবস্থিত বিভিন্ন গদিতে মাছ বিক্রি করতে পারে।সামরাজ ঘাটে রয়েছে অনেক মাছ ক্রয়ের গদি তারা লাখ লাখ টাকা নৌকা প্রতি দাদন দিয়ে রেখেছে যাতে জেলেরা মাছ তাদের কাছে বিক্রি করে। সামরাজ ঘাটে ইলিশ ছাড়াও সাগরের বিভিন্ন রকমের মাছ বিক্রি হয়।হাজার হাজার লোক এই ঘাটে বিভিন্ন কর্ম করে তাদের জীবিকা নির্বাহ করে।চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা জানান ভোলার মোট অহরিত মৎস্যের এক তৃতীয়াংশের ক্রয় বিক্রয় হয় সামরাজ ঘাটে। চরফ্যাশন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি জানান ঘাটটির নিরাপত্তার জন্য সবসময় পুলিশ সদস্যরা কাজ করে আসছে।