মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি) আজ ভোলার বিছিন্ন দ্বীপ মনপুরায় কৃষকদের ফসল উৎপাদনের জমি নষ্ট করে অপরিকল্পিত ভাবে ও কৃষকদের জমির মূল্য পরিশোধ না করে বেড়ীবাঁধ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ঐ এলাকার বিক্ষোভদ্ধ কৃষকেরা। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন মনপুরা উপজেলায় দক্ষিণ সাকোচিয়া ইউনিয়নের জনতা বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ড টি পিপি প্রকল্পের আওতায় নতুন বেড়ীবাঁধ নির্মাণের কাজ শুরু করেছে। এই বেড়ীবাঁধ নির্মাণের জন্য আমাদের একমাত্র আয়ের উৎস ধানী জমি গুলো অপরিকল্পিত ভাবে কেটে নিচ্ছে কর্তৃপক্ষ। অন্য দিকে এখন পর্যন্ত আমরা পাইনি আমাদের জমির মূল্য, এ ব্যাপারে আমরা কৃষকেরা সম্মিলিত ভাবে বাঁধ প্রদান করলে তারা তা মানছে না। অন্য দিকে এলাকার একটি প্রভাবশালী মহল দিয়ে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। ঐ এলাকার সচেতন মহল জানান এভাবে নদীর পাশে কৃষকদের জমি রেখে মাটি কাটলে অধিকাংশ কৃষকেরা তাদের শেষ সম্বলটুকু হাড়িয়ে পথের ভিখারি হতে হবে। তাই এব্যাপারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন এলাকা বাসি।