মোঃ মাকসুদ আলম( লালমোহন উপজেলা প্রতিনিধি): উপকূলীয় জেলা ভোলার চরাঞ্চলে লবণাক্ততা বেড়ে যাওয়ায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। যার কারণে পানি বাহিত নানান রোগে আক্রান্ত হয়ে পড়েছেন চরে বসবাস করা লোকজন। সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে শিশু ও নারীরা।এখানকার মানুষের প্রধান পেশা নদীতে মাছ ধরা বর্ষা মৌসুমের পর থেকে নদীর পানিতে লবনের পরিমান বেড়ে যাওয়ায় জেলেদের চর্ম রোগ ব্যাপক হারে দেখা দিচ্ছে। চরে নেই কোন চিকিৎসা ব্যবস্থা,স্বাভাবিক ভাবে অসুস্থ রুগীকে হাসপাতালে নৌকা যুগে নিতে অনেক সময় লাগে এসময়ে অনেকে দুনিয়ায় মায়া ত্যাগ করে পরপারে চলে যায়। সরকারের তরফ থেকে এখনো চরে স্বাস্থ্য সেবায় কোন ব্যাবস্থা করা হয় নি।জরুরি ভিত্তিতে চরে বিশুদ্ধ পানির সংকট মেটাতে টিউবওয়েল, স্যানিটিসন ব্যাবস্থা চালু করা দরকার। বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে চরে স্বাস্থ সেবা উন্নয়নে কাজ চলছে তা যাতায়াতের সমস্যা কারনে অগ্রসর হচ্ছে না।চরে শিক্ষার আলো নেই তাই জন্ম নিয়ন্ত্রণ নিয়ে তাঁদের কোন আগ্রহ নেয়।তাই কর্তিপক্ষের উচিত এখনে চিকিৎসা ও শিক্ষা সেবায় দ্রুত ব্যবস্থা নেয়া।।