মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি: অদ্য রোজ মঙ্গলবার ২৬/১১/২০২৪ খ্রিঃ আনুমানিক ৫:৩০মিনিটে
শ্রীমঙ্গল কালিঘাট চা বাগানের দক্ষিণ দিকে,হাসপাতাল রোডে মটরসাইকেল আরোহী পিছু পিছু অনুসরণ করে হঠাৎ আক্রমণ করার চেষ্টা করে ও প্রাণেনাশের চেষ্টা করে উক্ত সময় হাল্লা চিৎকার করিলে আশেপাশের মানুষ আসলে দুর্বৃত্তকারীর মোটরসাইকেল নাম্বার ১৩-৬৯০৯ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়
দুর্বৃত্তকারী, শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেন :সাংবাদিক এহসান বিন মুজাহির।