জি এম বাইজিদ ( পাটুয়াখালী জেলা প্রতিনিধি): পটুয়াখালী, মাদারবুনিয়া ইউনিয়ন শিশুদের জন্য নিরাপদ ও অনিরাপদ স্পর্শ নিয়ে সচেতনতা তৈরিতে লাল সবুজ সোসাইটি ও মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর), ৭০ নম্বর চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৭৫ জনের অধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে গল্প, কবিতা, ছবি এবং জনপ্রিয় কার্টুন চরিত্রের মাধ্যমে শিশুদের স্পর্শকাতর অঙ্গ, নিরাপদ ও অনিরাপদ স্পর্শের ধারণা দেওয়া হয়। একইসঙ্গে অনিরাপদ স্পর্শের শিকার হলে করণীয় সম্পর্কেও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
শিক্ষার্থীদের পরামর্শ ও সচেতনতা
সেমিনারে বক্তৃতা দেন লাল সবুজ সোসাইটির সদস্য সানজিদা আক্তার। তিনি শিশুদের বলেন,
“শরীরের স্পর্শকাতর অঙ্গে যদি কেউ অনিরাপদ স্পর্শ করে, সঙ্গে সঙ্গে ‘না’ বলতে হবে, দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে হবে এবং মা-বাবা বা শিক্ষকদের জানাতে হবে। প্রয়োজনে চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এ ফোন করে অভিযোগ জানাতে হবে।”
শিক্ষকদের প্রতিক্রিয়া স্কুলের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম বলেন,
এই আয়োজন শিশু ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের অধিকাংশ শিশুই যৌন হয়রানির শিকার হলেও তা বলতে ভয় পায়। এ ধরনের কার্যক্রম শিশুদের ভেতরে আত্মবিশ্বাস তৈরি করতে সহায়ক।”
শিক্ষকরা জানান, যৌন হয়রানির শিকার হলে শিশুরা নিজেদের দোষী মনে করে এবং মানসিকভাবে ভেঙে পড়ে। এ ধরনের উদ্যোগ তাদের মানসিকভাবে শক্তিশালী করে এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ার পথে সহায়ক হয়।
আয়োজনের পেছনের ভাবনা, মানুষের জন্য ফাউন্ডেশনের সেফ প্রজেক্টের আওতায় আয়োজিত এই সেমিনার লাল সবুজ সোসাইটির স্বেচ্ছাসেবীদের এক যুগান্তকারী উদ্যোগ। শিশুদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এমন সচেতনতা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।