মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার): ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ)-কে ‘জঙ্গি সংগঠন’ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে সম্প্রতি নিয়োগ পাওয়া সাংবাদিক গোলাম মোর্তোজা।
অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া প্রেস মিনিস্টার ফেসবুকে লেখেন, ‘ইস্কন নেতা চিন্ময় দাসের গ্রেপ্তার সমর্থন করি নি। কিন্তু ইস্কন আজ যেভাবে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করল, তা দেখে মনে হচ্ছে চিন্ময়সহ ইস্কন নেতাদের বিরুদ্ধে আরও আগেই কঠোর ব্যাবস্থা নেওয়া দরকার ছিল। এই হত্যাকান্ডের মধ্য দিয়ে ইস্কন প্রমাণ করল তারা জঙ্গি সংগঠন। বাংলাদেশ বিরোধী আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রোপাগান্ডার অংশ জঙ্গি সংগঠন ইস্কন। এটা হিন্দু-মুসলিমের বিষয় নয়, ইস্কনকে দেখতে হবে জঙ্গি সংগঠনের দৃষ্টি দিয়ে।’