সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার): বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান অতীত অপকর্মের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের তওবা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের দুষমন। দেশের মানুষ তাদের দুর্নীতি অপশাসনে অতিষ্ঠ ছিল।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মুজিবুর রহমান বলেন, সংস্কারের কাজ করছে অন্তর্বতী সরকার। আমাদের উপদেষ্টাদের সহযোগিতা করতে হবে। ৪১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি আমরা। যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করে নির্বাচন দেয়ার আহ্বান জানান এই জামায়াত নেতা।
জামায়াতের নায়েবে আমীর বলেন, বিগত আওয়ামী সরকার নির্বাচন নিয়ে ডাকাতি করেছে। তাদের কাজ কর্ম দেখে গাধাও হাসে। এরা কতো বড় রকমের চুরি ডাকাতি করেছে তা বলে শেষ করা যাবে না। আওয়ামী লীগ দলটাই নষ্ট দল।
তিনি আরও বলেন, নিজেদের স্বার্থমতো দেশ চালিয়েছে আগের সরকারগুলো। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে জামায়াত কাজ করছে বলেও জানান অধ্যাপক মুজিবুর রহমান।