ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার): বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন কর্মকর্তা কে চট্টগ্রাম বিভাগের আওতাধীন তিন জেলায় পদায়ন করা হয়েছে। আজ ০১/১২/২০২৪ ইং তারিখ বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম এর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়। সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়নের লক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম এ যোগদানকৃত কর্মকর্তা শেখ মো: আলাউল ইসলাম কে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার এ পদায়ন করা হয়। সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়নের লক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম এ যোগদানকৃত কর্মকর্তা শাহাদাৎ হোসেন কে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা এ পদায়ন করা হয়। সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে পদায়নের লক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম এ যোগদানকৃত কর্মকর্তা মো: শিব্বির আহমেদ কে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর এ পদায়ন করা হয়।
বর্ণিত কর্মকর্তাগণকে The Public Demands Recovery Act, ১৯১৩ এর ৩(৩) ধারা অনুসারে জেনারেল সার্টিফিকেট অফিসারের ক্ষমতা অর্পণ করা হয়। পদায়নকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্তে বর্ণিত কর্মকর্তাগণকে পত্র জারীর তারিখ অপরাহ্নে বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম থেকে অবমুক্ত করা হয়। তাদেরকে এ কার্যালয় থেকে বেতন-ভাতা প্রদান করা হয়নি। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে প্রজ্ঞাপন সূত্রে জানা যায়।